জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে স্হানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবে: আব্দুস ছালাম আজাদ

0
49

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকল জনশক্তিরদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে নয়াপাড়া ইউনিয়নের রূপমুহুরী রিসোর্ট হলরুমে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকল জনশক্তিরদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার আমীর মাওলানা মাশুক ইলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এস এম আব্দুস ছালাম আজাদ।

ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এ্যাডভোকেট মোঃ আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আব্দুল আউয়াল,আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ চৌধুরী ইউনুস আহমেদ সোহান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুল হক, আলীকদম সদর ইউনিয়নের সভাপতি মাহমুদুল হক। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস এম আব্দুস ছালাম আজাদ বলেন,৩৬ জুলাইয়ের পরে নতুন স্বাধীনতায় এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগ এদেশের মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত পঙ্গুত্ব বরণকারীদের,জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আপনাদের নিঃস্বার্থ ভাবে দেশের কল্যাণে ইসলামী আন্দোলনকে মনে প্রাণে ধারণ করে কাজ করতে হবে। হারাম পথ পরিহার করে কুরআন হাদিসের আলোকে জীবন গড়তে হবে৷ সকলকে কুরআন বুঝে পড়ে ও সেই আলোকে জীবনযাপন করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি মিলবে। ইসলামী রাষ্ট্র বির্নিমানে আগামী জাতীয় নির্বাচনে হিংসা-বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে আলেম-ওলামা, ছাত্র-যুবক, শ্রমিক- কৃষক,চাকরিজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষকে ঐকবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা আমাদের বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ করে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে হামলা,নির্যাতন,অত্যাচার করে ছিল তাদের বিচার করতে হবে। এখনোও ফ্যাস্টিস্টরা এদেশের আইন কানুন নিয়ে বসে আছে।জাতীয় সংসদ নির্বাচনের আগে স্হানীয় নির্বাচন দিয়ে স্হানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবে। জাতীয় ও স্হানীয় নির্বাচনের সময় যাতে মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত সুস্থ ভাবে ভোট অধিকার প্রয়োগ করতে পারবে তা নিশ্চিত করতে হবে।দেশে আইনের শাসন কায়েম করা খুন,ধর্ষণ,চাঁদাবাজি এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দুনিয়ার জীবনে শান্তি ও পরকালে মুক্তি এবং আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মনে করে তার দাসত্ব ও রাসুল (সা:) কে অনুসরণীয় নেতা মেনে নিয়ে জামায়াতে ইসলামীর পতাকা তলে মিলিত হতে সকলকে আহবান জানান। এছাড়াও আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে জামায়াত ইসলামী বান্দরবান আসনের দলীয় প্রার্থী নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এ্যাডভোকেট মোঃ আবুল কালাম বলেন মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে সৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের জন্ম হয়। সাধারণ মানুষের মুক্তির একমাত্রই পথ কোর আনের পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে। ছাত্র জনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌছে দিতে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here