বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Homeবান্দরবানজাতীয় নির্বাচনকালীন নিষেধাজ্ঞায় রুমার মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা

জাতীয় নির্বাচনকালীন নিষেধাজ্ঞায় রুমার মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলায় মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের এডহক কমিটি সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে লুঝিড়ি পাড়াস্থ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার প্রস্তুতিও সম্পন্ন করা হয়। বিগত ১২ জানুয়ারি নির্ধারিত পদের বিপরীতে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তবে একই দিন (১২ জানুয়ারি) স্মারক নম্বর- ১৭.০০.০০০.০৩৪.৩৬.০১৭.২৫-২৬ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয় যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকালীন সময়—অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত—দেশের অভ্যন্তরে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন কিংবা অন্যান্য সংগঠনের কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

সংগঠনের এডহক কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অনুকূল পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের নতুন দিন-তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: