সাইফুল ইসলাম।।রামগড়।।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের শিকার, ছাত্রদল নেতাকর্মীর উপর ছাত্রলীগের নির্মম নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা ছাত্রদলের আয়োজনে ১০ ডিসেম্বর (মঙ্গলবার) কলেজ গেইট এর সামনে সকাল ১১ ঘটিকার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা ছাত্রদল এর আহ্বায়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন হারুন, সাবেক ছাত্র নেতা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,মোঃ ইব্রাহিম মামুন,পৌর ছাত্র দলের আহ্বায়ক মোঃ জাহিদুল নিশাত,সদস্য সচিব জাহিদ অন্তর, যুগ্ম আহ্বায়ক সালমান হোসেন প্রমুখ।
বক্ততারা বলেন স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বাংলাদেশের কোন মানুষই স্বাধীন ভাবে চলাফেরা করতে পারেনি, খুঁনি হাসিনার অপকর্মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম অথবা হত্যা করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনার পেটওয়া পুলিশ বাহিনীর ও ছাত্রলীগের হাতে বিএনপির যত নেতাকর্মী গুম খুঁন নির্যাতনের শিকার হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল, ১০ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির নেতাকর্মীদের গুম খুঁন এবং খুঁনি হাসিনার অপরাধকর্মকান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে ছাত্র নেতারা।
এছাড়াও রামগড় উপজেলা ছাত্র দল, পৌর ছাত্র দল, কলেজ শাখার পদস্থ নেতৃবৃন্দ ও ছাত্র নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।