মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedচাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

।।আরাফাত হোসেন বেলাল, লংগদু।।

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো: ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুসলিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মন্জুরুল হক, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম শফি কামাল, সেচ্ছাসেবক দলের লংগদু উপজেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তুহিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল জলিল, হৃদয়ে ভাসান্যাদম এর সমন্বয়ক মো:মহিউদ্দিন আযাদসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্নধার। তাই নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। এছাড়াও শিক্ষার্থীর যেন ভবিষ্যতে পথ হারিয়ে না ফেলে সেজন্য শপথ পাঠ করান বিদ্যালয় এর প্রধান শিক্ষক মঞ্জুরুল হক।

পরে অষ্টম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীরা মায়ের পা ধুয়ে সম্মান জানান। এ সময় সন্তানদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন মায়েরা।

এসময় শিরিন আহমেদ নামের এক বিদায় শিক্ষার্থী মা বলেন, সন্তানের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পাব তা কখনো ভাবিনি। এটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে সন্তানরা মায়েদের আরও সম্মান করা শিখবে এবং যত্নশীল হবে মা-বাবারা পতি।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: