চন্দ্রঘোনা ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক-সিএনজির সংঘর্ষ

0
1

উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।

চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটে রাঙ্গুনিয়ার লিচুবাগান অংশে এই ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া এই ঘটনায় একজন পথচারী মহিলাও গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষনিক ওই মহিলার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে উঠার সময় একটি ট্রাক সামনে থাকা সিএনজিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। তবে সিএনজিটিতে মালামালে ভর্তি ছিল। যার কারণে কোন যাত্রী ছিলোনা। কিন্তু ওইসময় সিএনজির সামনে থাকা একজন পথচারী মহিলা আহত হয়। তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে পাঠানো হয়।

আহত নারীর নাম রুমা আকতার (৪২)। তিনি কাপ্তাইয়ের রাইখালি ও রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মধ্যবর্তী সন্দীপ পাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহেরের স্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here