চন্দ্রঘোনা পুলিশ অভিযানে দেশীয়  মদ তৈরীর উপকরণসহ আটক ৪: জব্দ সিএনজি 

0
10

।।উচ্চপ্রু মারমা, রাজস্থলী ।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  ২শত ৪৭ কেজি দেশীয় তৈরী চোলাইমদ তৈরীর উপকরণ (মলি) ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। সেইসাথে  ৪ জন আটক করা হয়েছে।

আটককৃত মোঃ আরমান (২২) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের খন্তাকাটা এলাকা এবং মোঃ সোহাগ (১৯) ও মোঃ ইমাম(২২) উভয়ই একই ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডংনালা এলাকার বাসিন্দা বলে জানান  চন্দ্রঘোনা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল। আটককৃত অপর ব্যক্তি  সিংনুপ্রু মারমা(৩২) একই ইউনিয়ন এর ৫  নং ওয়ার্ডের খন্তাকাটা এলাকার বাসিন্দা।

আরো পড়ুনরামগড়ে ফল দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওসি  জানান  গত শনিবার বিকেল সাড়ে ৩ টায় থানার  এসআই  রিশিত খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে  চন্দ্রঘোনা থানা এলাকাধীন  রাজস্থলী উপজেলার  ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর  ৬নং ওয়ার্ড ডাকবাংলা  বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প এর সামনে চন্দ্রঘোনা ফেরীঘাট টু বাঙ্গালহালিয়া বাজারগামী পাকা রাস্তার উপর হতে  ২শত ৪৭ কেজি দেশীয় তৈরী চোলাইমদ তৈরীর উপকরণ (মলি) সহ ৪ জনকে আটক করা হয়।

সেইসাথে পাচারকাল ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

পুলিশ  জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায়  নিয়মিত মাদক মামলা রুজু করে  রবিবার  (১৭ নভেম্বর )  সকালে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here