মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Homeঅপরাধচন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ২আসামী গ্রেফতার

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ২আসামী গ্রেফতার

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন  চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  নারী ও শিশু নং-৬১/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) এবং মো: মহসিন গাজিকে গ্রেফতার করা হয়েছে।

মো: আবু তালেব সাদ্দাম কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের কারিগর পাড়া  সালাম এর ছেলে এবং  মোঃ মহসিন গাজি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর শফিপুর এলাকার -মোঃ কুদ্দুস গাজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল জানান রবিবার (১ ডিসেম্বর)  দিবাগত রাত ১ টায় থানার  এএসআই অশোক শীল, এএসআই মীর মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ  চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নং-৬১/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) এবং   মোঃ মহসিন গাজি (২৮) কে গ্রেফতার করা হয়েছে।

থানার ওসি জানান, আসামীদেরকে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: