গ্রামবাসীর শপথ: ভাঙ্গামুড়া পাড়া এখন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম

0
71

বিশেষ প্রতিনিধি।বান্দরবান।।

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া পাড়াকে ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ ঘোষণা করা হয়েছে। এ সময় গ্রামবাসী শপথ নেন— গ্রামকে সর্বদা পরিচ্ছন্ন রাখা, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা, প্লাস্টিক দূষণ রোধ করা এবং গাছ লাগিয়ে গ্রামকে সবুজ রাখার প্রতিশ্রুতি দেন।

রবিবার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা। পরে তিনি পাড়া পরিদর্শন করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ভাঙ্গামুড়াকে স্বীকৃতি দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের গুরুত্ব অপরিসীম। এ কর্মসূচিতে শিশু ফোরাম, যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম কমিটি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা আরও জানান, পাড়ায় প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। স্থানীয়দের এই উদ্যোগ শুধু স্বীকৃতি নয়, বরং গ্রামকে সত্যিকারের স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন করে তোলার পথে সবাইকে দায়িত্বশীল করে তুলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা। সঞ্চালনা করেন চিংথোয়াই উ মার্মা। বিশেষ অতিথি ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখই মার্মা। উপস্থিত ছিলেন অত্য পাড়ার কারবারী বাচমং মার্মা, ভাঙ্গামুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুংচিংমং মার্মা, গ্রাউস-এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here