নিজস্ব সংবাদদাতা।।থানচি।।
বান্দরবানের থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাখয় ম্রো কমান্ডার পাড়া নিবাসী কমচম ম্রো এর ছেলে সিংলক ম্রোকে (১৭) ভালোবেসে একটি মোটরসাইকেল কিনে দেয়। বছর খানেক অতিবাহিত পর ছেলেকে নিয়ে বান্দরবান সদর হাসপাতালে ছুটতে হচ্ছে বাবাকে।
মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুর ২ টা সময় বান্দরবান গামি একটি চান্দের গাড়ি জীব, বাড়ীর ফেরার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বরো আহত হয়ে জীবন মৃত্যু পাঞ্জাব লড়ে অন্য একটি জীব গাড়িতে চড়ে বান্দরবান পৌছতে সময় লাগে দুই ঘন্টার।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, একই জেলার লামা উপজেলার বাসিন্দা আবদুল মালেকের সন্তান
মোঃ আকতার (২৩), দুই বছর আগে অকসনের ক্রয় করেন একটি রেজিস্ট্রেশনহীন একটি চান্দের গাড়ি লট নংম্বার ১৬। গাড়ির মাধ্যমে প্রতিদিন থানচি বাজার থেকে কলা ক্রয় করে বান্দরবানের সরবরাহ করতেন। কলা বোঝা নিয়ে দ্রুত গতিতে বান্দরবান যাচ্ছিলেন হঠাৎ বলিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কমলা বাগানে পৌছলে একটি ট্যাকের অপর প্রান্তে একটি মোটর সাইকেল সাথে ধাক্কা লাগে সড়ক দুর্ঘটনা কবলিত হয়। স্থানীয়রা গুরুত্বরো আহত মোটর সাইকেল আরোহী বাবাকে ফোন দিলে বাব চলে আসেন। ঘটনাস্থল থেকে অন্য একটি জীব মাধ্যমের আহত সিংলক ম্রো কে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনা কথা শুনেছি ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। পৌছলে বিন্তারিত জানানো যাবে।