
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইসরাইলি পণ্য বয়কট ও গাজায় গনহত্যা বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচী পালিত।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: নূর কবির।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: হুমায়ুন রশিদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: ইউনুস মানিক,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত,পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এরইমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
এ সময় নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, প্রথমত ফিলিস্তিনের প্রতি সমর্থন করে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে,বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে,ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে।এ সময় তারা আরো বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।
পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাসাধ্য ব্যবস্থার আহবান জানান তারা।