খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাবের শুনানি

0
23

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি কার্যক্রম চলছে। রবিবার দুপুর আড়াই দিকে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাস্থা প্রস্তাবের এ শুনানী চলছে ।
সেই শুনানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার উপস্থিত থেকে অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ পরিষদের সকল সদস্যরা ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এক ঘন্টারও বেশি সময় ধরে শুনানি কার্যক্রম চলছে।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ দাখিল করে অনাস্থা প্রস্তাব দেয় পরিষদের ১৪ জন সদস্য। তারপর থেকেই অভিযোগগুলো তদান্তধীন রয়েছে।

তারইপ্রেক্ষিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। এরপর থেকেই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে তদন্ত হয়। তদন্তের প্রেক্ষিতে আজ চূড়ান্ত শুনানি কার্যক্রম চলছে।

উলেখ্য যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগে গত (৭ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত নোটিশে জেলা পরিষদ সকল কার্যক্রম স্থগিত রাখা পরিপত্র জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here