খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়ে ছাই হলো ৮টি দোকান

0
114

সাইফুল ইসলাম, রামগড়:

খাগড়াছড়ি,র রামগড়ে আগুনে পুড়ে ছাই হয়েছে ৮টি দোকান-ঘর,(৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে উপজেলার ২নং ইউনিয়নের পাতাছড়া বাজার নামকস্থানে এ ঘটনা ঘটেছে।

রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের-কর্মীদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়, তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছানোর আগেই ৮টি দোকান পুড়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরানোর সময় পাননি দোকান মালিকরা । এতে ধারণা করা হচ্ছে প্রায় ২০লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মোঃ কামরুল ইসলামের মুদি দোকান.সোহাগের ষ্টেশনারী ও কম্পিউটার দোকান.রহিমের মুদি দোকান,শফিক মিয়ার চায়ের দোকান, রবিনের ষ্টেশনারী দোকান,নজরুল ইসলামের মুদি দোকান, সেলিমের মুদি দোকান ও আবু মিয়ার কুলিং কর্নার।

উদ্যোক্তা ও ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সোহাগ জনান, সকাল থেকে বেশ কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করে এবং বিদ্যুতের ভোল্টেজ ছিলো বেশি। কিছু বুঝে উঠার আগেই আগুনে আমরা নিঃস্ব হয়ে গেছি। সে আরো বলেন, ফায়ার সার্ভিস পর্যাপ্ত পানি নিয়ে আসেনি কিছুক্ষণ আগুন নেভানোর পর পানি শেষ হয়ে যায় অন্যথায় ক্ষয়ক্ষতি আরো কম হতো।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন দলটির নেতাকর্মী, উপজেলা জামায়েত সেক্রেটারি আনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here