
অংগ্য মারমা, মানিকছড়ি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে ।
এ দিবস উপলক্ষে শনিবার (১নভেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায়ী সংগঠনে যৌথভাবে আয়োজনে টাউন হল থেকে র্যালি বের হয়ে শহরে প্রধান সড়কে প্রদক্ষিন করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান এবং জেলা সমবায় দপ্তরে আহ্বায়ক কুমার সুইচিংপ্রু সাইন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন (উপসচিব)। আরোও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবউর রহমান খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, সাবেক সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা,খাগড়াছড়ি সড়ক পরিবহন সমিতি সভাপতি মোঃ আসলাম তালু, রেনেসাঁ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পাইসা মারমা, খাগড়াছড়ি কাঠ ব্যবসায় সমিতি সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, সততা সমবায় সমিতি সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি বিধিমালা মেনে সকল সমবায় সমিতি পরিচালনা করার মাধ্যমে খাগড়াছড়ি মডেল জেলা পরিনত হবে। সমবায় সকল মানব জাতির একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। জেলা সমবায় কর্মকর্তা স্বাগত বক্তব্য বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা বিভিন্ন সমবায় সমিতি মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের আর্থ- সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ম দূরীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, মূলধন গঠনসহ নানা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে সমবায়। তার মধ্যে মোট নিবন্ধিত সমিতি ৬ শত ৪৬টি, সদস্য সংখ্যা ৬ হাজার ৮শত ৭৫ জন, শেয়ার মূলধন ১৯৯২.৩৬ টাকা, সঞ্চয় আমানত ১০৪৩৮.১১ টাকা, কার্যকরী মূলধন ৭৩৪৩.৫৬ টাকা রয়েছে।
এর আগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় । শেষে জেলার সফল সমবায়ী কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

