খাগড়াছড়িতে “সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক’র জেলা কমিটি গঠন

0
4

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকালে “সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক”-এর জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন গৌয়াইছড়ি মৌজার হেডম্যান হ্লাপ্রু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, সিএইচটি হেডম্যান নেটওয়াকের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, জেলা কার্বারী এসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি রনিক ত্রিপুরা এবং সমাজকর্মী ধীমান খীসা সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ এবং জাতির উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। বক্তারা জানান, নারীকে পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

সভা শেষে, উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরাকে সভাপতি, ইখিং চৌধুরীকে সাধারণ সম্পাদক, হ্লাপ্রু চৌধুরী ও সমরিকা চাকমাকে সহ-সভাপতি, অঞ্জলি ত্রিপুরাকে যুগ্ম সম্পাদক, পূবালী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক এবং সুমনা ত্রিপুরাকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়।

এই অনুষ্ঠানে, নারীদের সামাজিক উন্নয়নে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতি সকল বক্তারা সমর্থন জানান এবং তাদের কাজকে আরো শক্তিশালী করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here