খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা 

0
120

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে খাগড়াছড়িতে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

শহীদ মো. মজিদ হোসেন ছিলেন ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সময় প্রাণ উৎসর্গ করা খাগড়াছড়ির একমাত্র শহীদ।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এর পরে পুলিশ সুপার, পার্বত্য জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

দিবসটির অংশ হিসেবে জেলা সদরস্থ খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়াও, জেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠন শহরে আনন্দ র‌্যালির আয়োজন করে দিবসের গুরুত্ব তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here