স্টাফ রিপোর্টার।।খাগড়াছড়ি।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। এদের মধ্যে কয়েকজনার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ও খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারার দিকে যাচ্ছিল। সাপমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা অনিমা ঘোষ ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে (প্রীতি বালা গুহ) সদর হাসপাতালে নেয়ার পর মারা যান বলে জানিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় আহত হন অন্তত ১৭ জন। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সুপার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
hi!,I love your writing so so much! share we communicate extra about your post
on AOL? I need an expert in this house to resolve my problem.
May be that’s you! Looking forward to see you.
!