সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeঅপরাধখাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা-যুগ্মসচিবের অপসারণ না হলে রাজপথ কঠোর অবরোধে কর্মসূচি ঘোষণা

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা-যুগ্মসচিবের অপসারণ না হলে রাজপথ কঠোর অবরোধে কর্মসূচি ঘোষণা

অংগ্য মারমা।।মানিকছড়ি।।

পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দের বৈষম্যমের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও তাঁর ব্যক্তিগত সহকারী যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণসহ ৪ দফা দাবিতে সাত দিনে আলটিমেটাম দিয়েছেন ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজ।

রবিবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি মারমা ও ত্রিপুরা সচেতন নাগরিক সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশে হুমকি দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত খাদ্যশস্য ও অর্থ একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বিতরণ করছেন। যা চরম বৈষম্যমূলক। এসময় তারা পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কংকন চাকমাকে অপসারণের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণ করা না হলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী রাজপথে নামতে বাধ্য হবে এবং কঠোর অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা। বক্তব্য দেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, মারমা যুব নেতা প্রকৌশলী ক্যরী মগ, মহিলা নেত্রী মউক্রাচিং মারমা, যুব নেতা অংগ্য মারমা ও চাইহ্লাপ্রু মারমা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরই স্মারকলিপি প্রদান করেছে তারা।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: