সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআন্তর্জাতিকখাগড়াছড়িতে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।। 

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে (১১ আগস্ট থেকে ১৭ আগস্ট) খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান এবং সপ্তাহব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১আগস্ট) সকালে শহরের টাউনহল প্রাঙ্গণে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে টাউনহল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টাউনহলে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালির পর বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর জেলা প্রশাসকসহ অতিথিরা স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বৃক্ষ সংরক্ষণে সফল হতে। প্রতিবছর আমরা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করি, আশা করি এবছরও তা সফল হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে আমরা উৎসাহিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেঞ্জ কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

বৃক্ষমেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাবার ও ঘর সাজানোর সামগ্রী সংক্রান্ত ২৬টি স্টল স্থান পেয়েছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: