খাগড়াছড়িতে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা

0
92

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে “আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” প্রতিপাদ্যে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জাবারাং কল্যাণ সমিতির ওয়াই-মুভস প্রকল্প এ আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “বাল্যবিবাহ কিশোরীদের স্বপ্নকে থামিয়ে দেয়। সমাজ পরিবর্তনে কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

“বাল্যবিবাহকে না বলুন” স্লোগানে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কিশোরী শিক্ষার্থীরা। খেলায় নবম শ্রেণির কিশোরীরা প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে মোট ২-০ ব্যবধানে দশম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা (Sweden Sverige)।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. বিশ্ব জ্যোতি চাকমা।

জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এসময় পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here