কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনায়; থানচিতে গণসংযোগ সভা 

0
19

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

বান্দরবানে থানচি উপজেলার কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা  গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর  সকাল ১০ হতে দুপুর ০১টা পর্যন্ত বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর কমান্ডার লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি এর সভাপতিত্বে জোন সদরে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানচি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা, সাম্প্রদায়িক সুবিধা-অসুবিধাসমূহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ না করা, কোন প্রকার গুজবে কান না দেয়া, অর্থকরী ফসলের আবাদ বৃদ্দি করা, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান করা, জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পাহাড়ী রাস্তায় যান চলাচলে সাবধানতা অবলম্বন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালনা, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রসাশনের মাধ্যমে মাহেন্দ্র ও চাঁন্দের গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান, বর্তমান সরকারের সংস্কারের পদ্ধতি ও পর্যটন শিল্প চালু করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ০৩ দিনব্যাপী থানচি পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা  নির্বাহী অফিসার  ভারপ্রাপ্ত রাকিব হাসান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মৌজা হেডম্যান হ্লাফসু,সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মজুমদার, রেমাক্রি ইউপি চেয়ারম্যান  মুইশৈথুই মার্মা (রনি), তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রো, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াং মারমাসহ বলিপাড়া জোন এর আওতাধীন এলাকার বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রায় ১৪০ জন গণ্যমাণ্য ব্যক্তিবর্গহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here