‘কেএনএফ মানেই বম নয়’ বম মানেই কেএনএফ নয়’

0
40

। বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যা সম্মুখীন পোহাতে হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে জঙ্গলের আশ্রয় নিয়েছে। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখা পিছিয়ে থাকা পাশপাশি সাধারণ বম মানুষ বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তাই ‘কেএনএফ মানে বম নয়’ বম মানেই কেএনএফ নয়’। যারা অস্ত্রধারী যারা দেশ বিরোধী তাদেরকে আইনে আওতায় এনে সঠিক বিচারের দাবী জানান বক্তারা।

রবিবার (১৯ মে) বিকাল পাচঁটায় বান্দরবানে উজানী পাড়া ইসিসি কমপ্লেক্স সামনে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ বম জনগোষ্ঠীরা।

 

হাতে পেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ নিচ্ছে দুই শিশু। ছবি- রুমাবার্তা

এসময় ইসিসি কমপ্লেক্স ভবনে সামনে হাতে পেষ্টুন ও ব্যানার নিয়ে মাবনবন্ধনে অংশ নেন শতশত নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ সাধারণ বম জনগোষ্ঠীরা।

বক্তারা বলেন, কেএনএফের কর্মকান্ড কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা নানা হয়রানি শিকার হচ্ছে। কেএনএফের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরাও দোষী হচ্ছে। যেখানে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করার দুরের কথা বাড়ির থেকে ভয়ে বের হতে পারছে নাহ।

কেএনএফ বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিচ্ছেন সাধারণ বম জনগোষ্ঠী। ছবি- রুমাবার্তা

সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কিংবা পরিক্ষা দিতে পর্যন্ত ভয়ে আতংঙ্ক ভর নিয়ে থাকে। শুধু তাই নয় নিজ বাড়ি ছেড়ে জঙ্গলে পালিয়ে থাকার ফলে গ্রামের নিজেদের চাষকৃত ফসল -ফলমুল বাজারে দুরের কথা বাগানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এমনভাবে চলতে থাকলে আগামীতে সাধারণ বম জনগোষ্ঠীরা অস্তিত্ব থাকবে নাহ। তাই লুটে নেওয়া অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার৷ জন্য কেএনএফের প্রতি অনুরোধ জানান। অন্যথায় সাধারণ জীবনে ফিরে না আসলে আগামীতে কঠোর মানববন্ধনে যাওয়ার হুশিয়ারি দেন সাধারণ বম জনগোষ্ঠীরা।

মানববন্ধনে বেসরকারি এনজিও কর্মী লালপেক থার বম, সাধারণ বম মহিলা নেত্রী ঙুন চুয়ান বম, শিক্ষার্থী লাল অয় পার বমসহ সাধারণ বম জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here