বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
Homeআন্তর্জাতিককুহালংয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

কুহালংয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান:

বান্দরবানের কুহালং ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। “গ্রামীণ নারী: সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) কুহালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এবং সহযোগিতা প্রদান করে সেভ দ্য চিলড্রেন।

দিবসের শুরুতে ক্যামলং পাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা ক্যামলং পাড়া, নতুন চড়ুই পাড়া, থোয়াংগ্য পাড়া, ক্যামলং উবাশৈ পাড়া প্রদক্ষিণ করে কুহালং ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে শতাধিক কন্যাশিশু, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাচিংথোয়াই মার্মা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম, ৫নং ওয়ার্ড মেম্বার অংসাহ্লা, মহিলা মেম্বার উনাইসিং এবং কানিজ ফাতেমা।

এছাড়া বিএনকেএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকতা, সুপারভাইজার উমে মার্মা ও একাউন্ট অফিসার মং ক্য হ্লা মার্মা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষি, খাদ্য উৎপাদন ও পারিবারিক অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গ্রামীণ নারী। সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরে তাদের ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ নারীদের সহনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের বিকল্প নেই।

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তিতে প্রবেশাধিকার ও নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্রামীণ নারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: