
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় উদারতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উদ্বোধন করা হলো নবনির্মিত কুরুকপাতা বৌদ্ধ বিহার।
শুক্রবার (১২ ডিসেম্বর ) সকাল ১০টা কুরুকপাতা বাজারে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নব-নির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বৌদ্ধ বিহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় ধর্মাবলম্বী ম্রো–মার্মা সম্প্রদায়,ভান্তে,স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরুকপাতা বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন অনুষ্ঠানে ৪ নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সভাপতিত্বে ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নেপিউ ম্রো সঞ্চালনায় প্রধান অতিথি- উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক,এসপিপি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের উপ-অধিনায়ক মো.হাসান পলাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য লেংক্লাং ম্রোসহ,মার্মা-ম্রো সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, দায়ক-দায়িকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কুরুকপাতা ইউনিয়নের অনেক গুলোপাড়াতে পানির সমস্যা রয়েছে সেই পাড়াগুলোতে সোলার সিস্টেম এর মাধ্যমে মোটর দিয়েন নিচ থেকে পানি তুলতে পারেন। ইতিমধ্যে আমরা ৭০ লক্ষ টাকার মত কাজ করা হবে বিভিন্ন পাড়াগুলোতে।পাহাড় ভাঙ্গা পাড়া এলাকায় নতুন স্কুল স্হাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত দূর্গম পাড়াগুলোতে চিকিৎসার ব্যবস্হা নেই সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যমে যোগাযোগ করে ছোট ছোট ঔষুদের দোকান করতে পারি কিনা এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান আছে।
তিনি আরও বলেন,আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠান তারা যেন লেখাপড়া করে শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেন অবদান রাখতে পারে। শান্তি শৃঙ্খলা উন্নয়ন বজায় রাখতে আমরা এখানে আছি। আমরা চাই আপনারা নিরাপদে থাকেন। কুরুকপাতা ইউনিয়ন কিন্তুু মায়ানমার বর্ডারে সাথে আছে। আপনারা জানেন এ বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক এই গুলো বাংলাদেশ ডুকছে। এই অস্ত্র গুলো আপনার উপরেই ব্যবহার হবে। মাদকের কারণে আপনার সন্তান বিপথে যাবে। আমি অনুরোধ করবো আপনাদের সমাজে অনেক তরুন,যুবক আছে তাদের কে এ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের। আমারা চাই আপনার শান্তিতে থাকুন,আপনারা শান্তি থাকলে আমরাও ভালো থাকি। আপনারা কেউ মনে করবে না যে সেনাবাহিনী আপনাদের ক্ষতি করার জন্য এখানে আছে। আমাদের উদ্দেশ্য একটাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আপনারা যেন নির্ভীকনে থাকতে পারেন।
পরে বৌদ্ধবিহার উদ্বোধনকে কেন্দ্র করে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং বৌদ্ধবিহারের উন্নয়নে জেলা পরিষদ ও সেনা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসব মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।
কুরুকপাতায় বৌদ্ধবিহারের উদ্বোধন স্থানীয় সম্প্রদায়ের জন্য যেমন ধর্মীয় উন্নতির প্রতীক, তেমনি সেনাবাহিনীর সমাজকল্যাণমূলক কার্যক্রম এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করেছে।
