
ডেক্স রিপোর্ট।।
দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিবসে পার্টির অনুমতি ছাড়া কক্সবাজার সফর করায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলীয় নেতৃত্ব।
৬ আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
৫ শীর্ষ নেতা হলেন,এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
নোটিশে বলা হয়, “গত ৫ আগস্ট,জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে,আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগতভাবে কক্সবাজার ভ্রমণে গেছেন। এই সফরের বিষয়ে ‘রাজনৈতিক পর্ষদ’কে কোনো ধরনের পূর্ব অবগতিও দেওয়া হয়নি।”
এ ঘটনায় ‘দলীয় শৃঙ্খলা ও নীতিমালার লঙ্ঘন’ হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, “এই সিদ্ধান্তের পেছনের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।”