সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়উপজেলা নির্বাচন;রুমায় ৮জন মনোনয়ন পত্র দাখিল!

উপজেলা নির্বাচন;রুমায় ৮জন মনোনয়ন পত্র দাখিল!

উবাসিং মারমা।।রুমা।।

বান্দরবানের রুমা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গত রোববার (২১ এপ্রিল)   উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসন ( সার্বিক) উম্মে কুলসুম তিনি জানান মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন ২৩ এপ্রিল বাছাই করা হবে।

রুমা উপজেলা  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে , উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।   তাঁরা  হলেন, উহ্লাচিং মারমা ,শৈমং মারমা শৈবং , ও শৈউসাই মারমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র  ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন পিপলু মারমা, মেস্তরাম ত্রিপুরা ও রেইংনং ম্রো।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা ও তার প্রতিদ্বন্দ উসাংপ্রু মারমা । আগামী ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: