আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আলীকদমে বিএনপির আনন্দ মিছিল

0
1

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বিএনপি কেন্দ্রীয় ঘোষিত বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সাচিংপ্রু জেরি কে আহবায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলীকদম উপজেলা বিএনপির আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪) ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় আলীকদম উপজেলায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ।

আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনচুর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।

এছাড়াও আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ উপস্হিত ছিলেন,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম,সদর ইউনিয়ন বিএনপির সাধাধরণ সম্পাদক আবু হানিফ,নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমদ, উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন,উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মীর কাসেম ছুট্রো, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুচ্ছাফা ভূইয়া (বাবু) ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here