জেলা প্রতিনিধি।। বান্দরবান।।
মোবাইল ও ক্যামেরা ছবি কিংবা ভিডিও দক্ষতা বাড়াতে বান্দরবানে শুরু হয়েছে সাংবাদিকদের দুইদিন ব্যাপী আলোকচিত্র ও ভিডিওগ্রাফি প্রশিক্ষণ।
শুক্রবার (১ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে ৬৯ পদাতিক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এই প্রশিক্ষণ উদ্বোধন করেন।
এসময় পোর্ট্রেটের আয়োজনে সাংবাদিকদের আলোকচিত্র ও ভিডিওগ্রাফিতে দক্ষতা বাড়াতে জেলায় ৫০ জন কর্মরত সাংবাদিকরা এই প্রশিক্ষণের অংশগ্রহন করেন। সেই সাথে আলোকচিত্র ও ভিডিওগ্রাফি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক হাতে কলমে প্রশিক্ষণ দেন চট্টগ্রামে আলোকচিত্র ও ভিডিগ্রাফি প্রশিক্ষক শোয়েব ফারুকী। এই দুইদিন ব্যাপী প্রশিক্ষণ আগামীকাল সমাপ্তি ঘটবে এবং অংশ নেওয়া ৫০ জন সাংবাদকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে জোন কমান্ডার লে: কর্নেল এ এস এস এম মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, মৈত্রী সম্পাদক অধ্যাপক ওসমান গণি, আলোকচিত্র ও ভিডিওগ্রাফি বিশ্বজিৎ রঞ্জন দত্ত, রুপম চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুক হকসহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।