
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদম বাজারে হোটেল মোটেল রিসোর্ট ও ফুটপাত দখলমুক্তসহ বাজারের যাবতীয়, ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক হোটেল ও সরকারি জায়গার উপর বাজার কমিটি কর্তৃক বাড়ি নির্মাণ সরকারি নির্মাণধীন পাবলিক টয়লেট সরকারি জায়গা দখলমুক্ত করতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (১০ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা হতে বেলা সাড়ে বারোটা পর্যন্ত আলীকদম সেনা জোনের উদ্যোগে ৩১বীর আলীকদম সেনা জোনের লেঃ তাফসির মাহমুদ এর নেতৃীত্বে আলীকদম উপজেলাস্থ আলীকদম বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা রাখা,মানসম্মত ও নিরাপদ রাখার লক্ষে বাজারের সামগ্রিক পরিবেশ,অবৈধ স্থাপনা,খাদ্য নিরাপত্তা ও ওষুধ নিয়ন্ত্রণ বিষয়ক মনিটরিং কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ স্থাপনা ও রাস্তার উপর দোকান উচ্ছেদ করতে মালিকপক্ষ দের প্রয়োজনীয় নির্দেশনা ও বাজার এলাকায় বেশ কিছু দোকান চিহ্নিত করা হয়। এছাড়াও বাজারস্থ অর্কিড হোটেল এন্ড রেডিন্সিয়াল,হোটেল জব্বারিয়া ও হোটেল ঝাল বিতান,দ্যা দামতুয়া ইন হোটেলে খাবারের মান পরিদর্শন,রান্নাঘর ও সার্ভিং এরিয়ার স্বাস্থ্যঝুঁকি পরিদর্শন করা হয়। এইসব হোটেল গুলোতে রান্নাঘর পরিষ্কার না রাখা খাবার সংরক্ষণ করে রাখা,নোংরা পরিবেশে খাবারের প্লেট ব্যবহার করায় মৌখিক সতর্কবার্তা প্রদান করেন সেনাবাহিনী।
পরবর্তীতে-আলীকদম বাজারে বনফুলের পশ্চিম পাশে, সরকারি ডাকবাংলোর পরিত্যক্ত জায়গার উপরে বাজার কমিটি কর্তৃক স্থাপনা নির্মাণের বাসাটি পরিদর্শন করে, উক্ত বাসাটির, নির্মাণকৃত বিষয়ে, কাগজ পত্র জনিত অবৈধ তার মৌখিক নির্দেশনা প্রদান করা হয়।
আলীকদম অর্কিট রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেল পরিদর্শন করে, আবাসিক হোটেলে থাকা গেস্ট’দের নিরাপত্তা জনিত ও আবাসিক হোটেলের নিয়ম শৃঙ্খলা বিষয়ে,হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের সাথে দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে দ্য দামতুয়া ইন, এর রেস্টুরেন্টে’র রান্নাঘর,পরিদর্শন করা হয়।
আলীকদম সেনা জোনের নির্দেশনা অমান্য করে কেউ নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ করলে তাহার বিরুদ্ধে আলীকদম সেনাজোন আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বাজারে অবৈধ ফুটপাত দখলকারীদের।
আলীকদম সেনাজোনের এরকম মহৎ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে আলীকদমবাসী এবং স্থানীয়রা আশা করছেন আগামীতেও যাতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকে সেনাবাহিনীর।
