
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে আশির দশক থেকে একমাত্র মিলন কেন্দ্র হিসেবে পরিচিত আলীকদম বাজার টাউন হলটি আজ বে-দখল। রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি দীর্ঘ ১৫ বছর ধরে ‘নাছির স্টোর’ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে রয়েছে। আলীকদম সদর ইউনিয়নের মালিকানাধীন এই টাউন হলটি ২০১০ সালের এপ্রিল মাস থেকে অবৈধ ভাবে ভোগ করছেন নাছির উদ্দিন সওদাগর নামের এক ব্যাক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ স্থাপনাটির দখলকে ‘বৈধতা’ দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজশে একটি তথাকথিত ভাড়ার চুক্তি তৈরি করা হয়েছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আলীকদম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ এই প্রসঙ্গে বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে একটি সরকারি সম্পত্তি এভাবে বে-দখল হয়ে থাকা অত্যন্ত দুঃখ জনক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত নাছির উদ্দিন সওদাগর কি ভাবে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।”
বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জুলফিকার আলী ভূট্টো ক্ষোভ প্রকাশ করে বলেন,আলীকদম বাজারের মানুষের জন্য এই টাউন হলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে বহু রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সেটি একজন ব্যবসায়ীর ব্যক্তিগত দখলে চলে যাওয়ায় আমরা হতবাক। দ্রুত সময়ের মধ্যে দখল মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মাশুক এলাহী বলেন, “সরকারি সম্পত্তি জনগণের ব্যবহারের জন্য। এই টাউন হলটিকে অবিলম্বে দখলমুক্ত করা উচিত এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা ফরিদ আহাম্মদ এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, “আলীকদমের মানুষ তাদের একমাত্র মিলনায়তন থেকে বঞ্চিত। আমরা এর দ্রুত দখল মুক্তি চাই।”
আলীকদম বাজারের এই ঐতিহাসিক টাউন হলটি শুধু একটি ভবন নয়, এটি উপজেলার মানুষের স্মৃতি ও ঐতিহ্যের অংশ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই অবৈধ দখলদারিত্বের অবসান চেয়েছেন এবং টাউন হলটি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।