মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeবান্দরবানআলিকদমআলীকদমে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জোন কমান্ডার মো.আশিকুর রহমান

আলীকদমে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন জোন কমান্ডার মো.আশিকুর রহমান

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎বান্দরবানের আলীকদম উপজেলার স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম বিষয়ে পরিদর্শন করেন ৩১ বীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক।

‎বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন ইউনিটের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

‎পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, ইনডোর- আউটডোর,ল্যাব ইউনিট, ওয়ার্ডসহ সার্বিক পরিষ্কার- পরিচ্ছন্নতা ও সেবাদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা জানতে চান। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম,আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর্জা জহির উদ্দিন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ।

‎জোন কমান্ডার লে. কর্নেল মো.আশিকুর রহমান আশিক বলেন,“সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের পাশে রয়েছে। প্রতিটি রোগী যেন দ্রুত, নিরাপদ ও মানসম্পন্ন সেবা পান—এটাই আমাদের মূল লক্ষ্য।

‎এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দূর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলোভ্য ও শক্তিশালী করার বিষয়ে আলাপ করেন। পরে চিকিৎসাধীন রোগীদের মনোবল বাড়াতে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে ফুট বাস্কেট (ফলমূলের ঝুড়ি) প্রদান করা হয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: