
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমের সীমান্ত এলাকার পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে।
দিবাগত রাতে (১১ জুলাই ৮টা ২০ মিনিটে আলীকদম সেনাজোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পে কর্মরত ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমাওনের নেতৃীত্বে এ অভিযান পরিচালিত হয়।
আলীকদমের দূর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িমুখ পাড়াস্থ বিদ্যামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে ৫,৫৫০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ছাড়াও নগদ ৬৩,৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন: আব্দুস শুকুর (৪২), পিতা: জাফর হোসেন, সাং মুক্তার সর্দার পাড়া। সাকনাও ম্রো (৪০), পিতা: মৃত রেংওয়াং ম্রো, সাং দড়িমুখ পাড়া, কুরুকপাতা ইউনিয়ন। জসিম উদ্দিন (৩৬), পিতা: সিরাজ আহাম্মদ, সাং বাগান পাড়া।
ইয়াবাসহ এই তিন মাদক কারবারিকে আটকের বিষয়টি আলীকদম থানাকে জানানো হলে, থানার এসআই মোঃ মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ১২ জুলাই ২০২৫ তারিখ রাত ১টা ৫০ মিনিটে ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করেন এবং আসামিদের হেফাজতে নেন।
পরবর্তীতে, আলামতসহ আসামিদের থানায় নিয়ে লিখিত এজাহার দাখিল করা হয়। এর ভিত্তিতে আলীকদম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(গ)/২৬(১)/৪১ ধারায় মামলা নং ০১, তারিখ ১২/০৭/২০২৫ রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্বে আছেন এসআই উপন বড়ুয়া।
এই সফল অভিযান আলীকদম অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমে সেনাবাহিনীর তৎপরতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে।