সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নের সীমান্ত এলাকার ৫৬ ও ৫৭ নাম্বার পিলার দিয়ে বাংলাদেশ বর্ডার পার হয়ে পাশ্ববর্তী দেশ মায়ানমারে চোরাচালান কারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে পাচার করছে অকটেন তেল।
শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯ ঘটিকার সময় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনাজোন (৩১বীর) জোন এফ,এস সদস্যদের গোপন তথ্যের ভিত্তিতে সেনাজোন ক্যান্টিন চেকপোস্ট দিয়ে মোঃ সাগর নামের ড্রাইভারের চান্দের গাড়ি যোগাযোগে (ঢাকা ল ২৭৩) ভর্তি করে অবৈধ ভাবে অকটেন তৈল মায়ানমারে পাচার করার উদ্দেশ্যে রওনা দিলে ক্যান্টিন চেকপোস্ট সংলগ্ন ডিউটি ম্যান গাড়ি তল্লাশি চালিয়ে হাতে নাতে ৬,৫৫ লিটার অকটেন তেল আটক করতে সক্ষম হয়। আটকৃত অবৈধ অকটেন তেলের আনুমানিক বাজার মূল্য ৯১,৭০০ ( একানব্বই হাজার সাত শত) টাকা মাত্র।
পরে আটককৃত অবৈধ অকটেন তেল গুলো রাত সাড়ে ৯ ঘটিকার সময় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির নায়েক সুবেদার মোঃ হাসিব এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৫৬ ও ৫৭ নাম্বার সীমান্ত পিলারের নিকটবর্তী কয়েকটি গ্রামের পথ দিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালন কারবারীরা অবৈধ ভাবে অকটেন পাচার করছে। উল্লেখ যোগ্য পাড়াগুলোর মধ্যে হল ধরি পাড়া, ইংয়াংরি কারবারী পাড়া হয়ে বাংলাদেশের সীমান্ত এবং মায়ানমার সীমান্ত ঘেঁষে অবস্থিত মেনচং কারবারি পাড়ায় হয়ে এইসব অকটেন নিয়মিত পাচার হয়ে আসছে বলে জানান।