আলীকদমে শিশুসহ ২০ জন রোহিঙ্গা আটক

0
3

নিজস্ব প্রতিবেদক।।আলীকদম।।

বান্দরবা‌নের আলীকদ‌মে বাস্টারমিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে পুরুষ, নারী শিশুসহ ২০ জন মায়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সা‌ড়ে ৭ টার সময় আলীকদম বাস্টারমিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে মাতামুহুরী পরিবহন বাসগাড়ি থেকে পুরুষ,নারী শিশুসহ মোট ২০ জন মায়ানমার নাগ‌রিক‌ কে আটক ক‌রে‌ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটককৃত রোহিঙ্গারা হলেন মোঃ শফি (৫৮) পিতা পেঠান শরিফ গ্রাম বুচিডং মায়ানমার,মোঃমাহমুদুল হাসান (৩৭) পিতা-নুর মোহাম্মদ গ্রাম-বুচিডং মায়ানমার,খতিজা বেগম স্বামী -নুর মোহাম্মদ গ্রাম-বুচিডং মায়ানমার,নুর খাতুন স্বামী মোঃ শফি বুচিডং মায়ানমার।

বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিব নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক এর নেতৃীত্বে বাস্টারমিনাল এলাকায় চকরিয়াগামী লোকাল মাতামুহুরি পরিবহন বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরুষ ৩ জন,নারী-৬ জন,শিশু -১১ সহ মোট ২০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে বলে জানা যায়।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি পিএসসি বলেন,আলীকদম পৌয়ামুহুরী সীমান্ত এলাকা দিয়ে আটককৃত রোহিঙ্গা পুশব্যাক কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here