আলীকদমে ভূমি বিরোধের জেরে দু’পক্ষে সংঘর্ষ

0
6

নিজস্ব প্রতিবেদক।।আলীকদম

বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন জমি বিরোধের জেরে মারধর,লুটপাট এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড রোয়াম্ভু এলাকার সাইয়ে ম্রো কারবারি পাড়ায়।

ভুক্তভোগী পারিং ম্রো (৬৫) অভিযোগ করেন, ১১ ডিসেম্বর পূর্ব বিরোধের জেরে দংওয়াই ম্রো ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার খামার বাড়িতে (জুমঘরে) হামলা চালায়। তারা ঘরে ঢুকে ভাঙচুর করে,মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলায় দংওয়াই ম্রো ছাড়াও রেংনিক ম্রো,রেংরু ম্রো,রেংজম ম্রো এবং রুদং ম্রো জড়িত ছিলেন। এ ঘটনায় পারিং ম্রো, তার স্ত্রী তিলেং ম্রো এবং শ্যালক রেংকু ম্রো গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালের চিকিৎসক জানান, দংওয়াই ম্রোর পায়ে মারাত্মক জখম হয়েছে। তিলেং ম্রো ও রেংকু ম্রোর কানে,পেটে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্হানীয় সূত্রে জানা যায়,পারিং ম্রোগং দীর্ঘদিন ধরে তারা পাহাড়ে সেগুন বাগান,কলা বাগান,ফলজ বাগান সৃজন করে এ জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ গত ১১ ডিসেম্বর সকালে পূর্ব বিরোধের জেদধরে দংওয়াই ম্রো ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার খামার বাড়িতে (জুমঘরে) হামলা চালায়। এতে অনেকেই আহত হয়। এরআগেও ১ একবার হামলা হয় পারিং ম্রোদের উপর। উক্ত গঠনা যতদিন পর্যন্ত সমাধান হবে না ততদিন উভয় পক্ষ কে যার যার অবস্থানে থেকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন আলীকদম থানা পুলিশ।

এদিকে,ঘটনার পর বিবাদীরা নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, আলীকদম থানা বিষয়টি আমলে নিয়ে মামলা গ্রহণ করছে না। পরে আমরা বাধ্য হয়ে কোর্টে গিয়ে মামলা দায়ের করেছি।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে।

ভূমি বিরোধের জেরে হামলা,লুটপাট ও ২ পক্ষে সংঘর্ষ এ বিষয়ে কথা বলতে বিবাদী দংওয়াই ম্রো এর মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়ার পর কোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে আলীকদম থানায় যোগাযোগ করে জানা যায়, উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here