আলীকদমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

0
19

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

শারীরিকভাবে দুর্বলদের জন্য সামাজিক সহায়তা এবং পুনর্বাসন সংস্থা (SARPV)-এর উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউজে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বান্দরবান জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন।

এই উদ্যোগের আওতায় লামা ও আলীকদম উপজেলার ১০০ জন চক্ষু রোগীকে আধুনিক যন্ত্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

নেদারল্যান্ড থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. শেখ ইমতিয়াজ এই চিকিৎসা সেবা প্রদান করেন।

এসএআরপিভির উপদেষ্টা খুরশেদ আলম চৌধুরী বলেন, “পিছিয়ে পড়া এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনটি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে।”

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, “প্রাথমিকভাবে লামা ও আলীকদম উপজেলায় ক্ষুদ্র পরিসরে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। ঈদের পর বৃহৎ পরিসরে সব ধরনের চিকিৎসা সেবা নিয়ে আরও ব্যাপক আকারে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।”

এই মহৎ উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছে, যা আগামীতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here