
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে গোপন তথ্যর ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিক কে আটক করে বিজিবি।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে আলীকদম সদর ইউনিয়নের আমতলী খেয়া ঘাট এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নায়েব সুবেদার আব্দুস সবুর নেতৃীত্বে টহল দল অভিযান চালিয়ে ৩ জন মহিলা,২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ ১৪ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তিরা হলেন- তবিদুল্লা (৩৩) পিতা মৃত্যু – আব্দুল মজিদ, মাতা- লায়লা বেগম বুচিডং মায়ানমার,নুর আলম,পিতা মৃত্যু – দিল মোহাম্মদ,মাতা- তাজু বেগম বুচিডং মায়ানমার।আনচারু স্বামী- নুর আলমবুচিডং মায়ানমার।ছেলে- ২ মেয়ে -১,রফিউল কাদের,পিতা মৃত্যু – নুর মোহাম্মদ,মাতা-মরিয়ম খাতুন, বুচিডং মায়ানমার।আয়েশা বেগম স্বামী রফিউল কাদের বুচিডং মায়ানমার মেয়ে – ৩। আনিছ ফাতেমা স্বামী -মজি মৌল্লা ছেলে -১ মেয়ে -২ বুচিডং মায়ানমার।
আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি লেঃ কর্ণেল মোঃ আকিব জাভেদ বলেন,বিজিবি একটি টহল দল আমতলী ঘাটে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গা নাগরিক আটক করে। তিনি আরও বলেন, তাদের বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।