
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃীত্বে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের স্থানীয় অসহায়, দুস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারসহ মোট ১৭৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
একই সময় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির মাধ্যমে দুর্গম সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে শীত মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি আরও জানায়,ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
