আলীকদমে বিজিবির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

0
8

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় প্রতিবন্ধী, অসহায়,দুঃস্থ পরিবার এবং পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কলার ঝিরি এলাকায় আলীকদম প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিসে এই শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করেন বিজিবি ব্রিগেডিয়ার জেনারেল এস,এম ইমরুল হাসান এসবিপি,ওএসপি, বিএসপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ পিএসসি এবং নবাগত অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি পিএসসি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলাসহ পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা দেশপ্রেম,পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করছে।

“অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় বিজিবি পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছে। এছাড়া দূর্গম পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,নগদ অর্থ,ত্রাণ, শীতবস্ত্র এবং অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। এই কার্যক্রম স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও স্থানীয় জনগণের পাশে দাঁড়াচ্ছে,যা তাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে তুলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here