
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে শুভ বড়দিন উপলক্ষে দুর্গম ও সুবিধাবঞ্চিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন ছোটবেতী চাকনাও পাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি পিএসসি-এর নেতৃীত্বে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মাঝে ৪০টি কম্বল এবং ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন,বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।পারস্পরিক সম্প্রীতি,আস্থা ও সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মো. এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পাহাড়ি বাসিন্দা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ জানান, এ ধরনের মানবিক সহায়তা স্থানীয় মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।
