সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবান্দরবানআলিকদমআলীকদমে নব-নির্মিত রত্নানন্দ বৌদ্ধ বিহার ও অনাথ শিশু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

আলীকদমে নব-নির্মিত রত্নানন্দ বৌদ্ধ বিহার ও অনাথ শিশু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

প্রাকৃতিক সৌর্দযের লীলাভূমি বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দীর্ঘ ৪৭ বছর পর ৫ টি পাড়ার অংশ গ্রহণের মধ্যে দিয়ে কৈয়াঝিরি এলাকায় কাইনওয়াই ম্রো কারবারি পাড়া,মেনসিং ম্রো কারবারী পাড়া,মেনথক ম্রো কারবারি পাড়া, সাংক্রাত ম্রো কারবারি পাড়াবাসীদের উদ্যোগে নির্মিত “রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথ শিশু সেবাকেন্দ্র ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে আজ বুধবার (১৭ জুলাই) বিহার প্রাঙ্গনে পতাকা উত্তোলন,বৌদ্ধ বিহার উৎসর্গ, বুদ্ধ মুক্তির জীবনন্যাস,সংঘদান,অষ্টপরিষ্কার দান সহ ধর্মীয় আলোচনা ও নানাবিধ দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত রত্নপ্রিয় মহাথের,সভাপতি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বি. শান্তমিত্র থের প্রতিষ্ঠাতা অধ্যক প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের জামাল উদ্দীন এমএ।

এছাড়াও রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথশিশু সেবাকেন্দ্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন শাক্যমিত্র মহাথের অধ্যক্ষ বাদর আলীবিল ত্রিরত্ন বৌদ্ধ বিহার,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ-উইচার মহাথের পরিচালক মাতামুহুরি শিশু অনথালয়।

বৌদ্ধ বিহার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন এস-ধর্মতিলক থের মহাসচিব সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি। মূর্খ্য আলোচক ভদন্ত শুধানন্দ মহাথের যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজনীয় ভিক্ষু সংঘ ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মা, রির্জাভ ফরেস্ট এলাকার হেডম্যান উক্যজাই মার্মাসহ বিহারের দায়ক-দায়িকাগণ উপস্থিত ছিলেন।

বৌদ্ধ বিহার উদ্বোধনের পর ৫ টি গ্রামের নারীদের অর্থসামাজিক উন্নয়নে জন্য বিনামূল্য সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।

আলীকদমে রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথশিশু সেবাকেন্দ্রে প্রতিষ্ঠাতাকালীন আর্থিক ভাবে যারা দাতা সদস্য ছিলেন অভিজিৎ বড়ুয়া, সাধন বড়ুয়া,বনফুল বড়ুয়া,ববিন বড়ুয়া, দেবী বড়ুয়া, শিল্পী বড়ুয়া,মিন্টু বড়ুয়া দুলর্ভ বড়ুয়া, পিন্টু বড়ুয়া,টিপুল বড়ুয়া, সুকুমার বড়ুয়া, প্রণব বড়ুয়া সৌরভ বড়ুয়া দাতা সদস্য ছিলেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: