
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় আলীকদম উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দৈনিক সাঙ্গু পত্রিকার ২ যুগ পর্দাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলীকদম রিপোর্টার্স ক্লাব এর সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও দৈনিক সাঙ্গু পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় দৈনিক সাঙ্গু পত্রিকার ২ যুগ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সোহেল রানা,আলীকদম উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও আলীকদম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি এস এম জিয়া উদ্দীন জুয়েল,দৈনিক যুগান্ত পত্রিকার প্রতিনিধি জয়দেব রানা, বাংলাদেশ বেতার ও আজকে পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলমসহ প্রমূখ।