আলীকদমে তা’লীমুল কুরান মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে বই বিতরণ

0
11

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে পানবাজার এলাকায় তা’লীমুল কুরান মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থী মাঝে বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম সদর ইউনিয়নের পানবাজার এলাকা অবস্থিত তা’লীমুল কুরান মাদ্রাসা ও এতিমখানা অধ্যয়নরত (৩০০) জন শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহাজান এবং তা’লীমুল কুরান মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মৌলানা মোহাম্মদ ফরিদুল আলম এর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ,সিঃ যুগ্ন আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,মরহুম খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক মোঃ ইউনুছ মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনচুর আলম,২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন,১নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম,১নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, ৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদুল আলমসহ নেতা-কর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বই বিতরণ কালে বক্ত্যতারা বলেন,অত্র মাদ্রাসা থেকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানবতার কল্যাণে কাজ করতে পারবে। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করে মানুষ কে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝতে পারে তাহলে আজকের অনুষ্ঠানের স্বার্থকতা হবে।বক্তারা আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামী দ্বীনি শিক্ষায় সু-শিক্ষিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে মাদ্রাসার যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here