মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeবান্দরবানআলীকদমে তথ্য আপার সাথে আলী মেম্বার পাড়ায় মতবিনিময় সভা

আলীকদমে তথ্য আপার সাথে আলী মেম্বার পাড়ায় মতবিনিময় সভা

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ পেপ ৩ আলীকদম এর উদ্যোগে আলী মেম্বার পাড়ায় সরকারি সুযোগ সুবিধা তথ্য সহায়তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎রবিবার (১১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আলীমেম্বার পাড়া এলাকায় বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ পেপ ৩ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য সহায়তা সভা,হয়েছে।

‎এতে উপস্থিতি থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন কল্পনা চাকমা, অফিস সহায়ক,তথ্য আপা অফিস, আলীকদম, বান্দরবান। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেসমিন চাকমা, মাঠ কর্মকর্তা, পেপ ৩, কারিতাস, আলীকদম।

‎এতে আলী মেম্বার পাড়ার উপকারভোগী গণ ও মাঠ সহায়ক সামশুল হক উপস্থিত ছিলেন।উক্ত সভার মাধ্যমে এলাকার জনগণ বিভিন্ন সরকারী দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা,বিভিন্ন চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, কৃষি, শিক্ষা, ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদান এবং সকল প্রকার সহযোগীতা গ্রহণের জন্য সহয়তা করবেন বলেন জানান তথ্য আপা।

‎কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা জানান, সরকারি যে কোন সহযোগিতা জন্য বা তথ্য এর জন্য তথ্য আপা অফিসে পাশাপাশি অন্যান্য অফিসে যোগাযোগ করে সুবিধা গ্রহণ করা। বিনা মূল্যে সকল তথা ও সুবিধা গ্রহণের জন্য সরকারী দপ্তরের যাওয়া।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: