আলীকদমে চারা বিতরণ,বৃক্ষরোপন প্রচারণা 

0
104

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরনানে আলীকদমে কুরুকপাতা ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদ বান্দরবান কর্তৃক বাস্তবায়িত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ERRD-CHT-UNDP এর পরিবেশ বিষয়ক দুটি প্রকল্প CoRLIA ও BERCR আওতায় বৃক্ষরোপন এবং স্হানীয় জনগোষ্ঠীর মাঝে ফলজ,বনজ ঔষধি চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ৪ নং কুরুকপাতা ইউনিয়নের জিরা পাড়া,কাইলায়ার ছড়া, ক্রংলেং পাড়া, কুরুকপাতা বাজার, আওয়াই পাড়া, মংক্যনুপাড়া, হানাত পাড়ার স্হানীয় জনগোষ্ঠীর মাঝে পরিবেশ সহায়ক বৃক্ষের চারা মাধ্যমে করলিয়া এবং বায়োডাইভারসিটি প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত চলমান দুটি প্রকল্পের উপকার ভোগীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ ও বৃক্ষরোপন প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মোঃ আশীক মাহমুদ, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,মংক্যনু পাড়ার কারবারী মংক্যনু মার্মা,জিরা পাড়ার কারবারী জিরা ত্রিপুরা,কুরুকপাতা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুশামা,করলিয়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মেমংউ মার্মা, বায়োডাইভার সিটি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অংশিপ্রু মার্মাসহ চারা বিতরণ ও বৃক্ষরোপন প্রচারণা অনুষ্ঠানে স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here