আলীকদমে কারিতাসের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

0
8

সুশান্ত কান্তি  তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের বান্দরবানের আলীকদম উপজেলায় সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় আলীকদমে দ্যা দামতুয়া হোটেল ইন রেস্টুরেন্ট এর হলরুমে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে পরিবেশ সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন,মাতামুহুরী রেঞ্জের বিট কর্মকর্তা আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদসহ স্থানীয় উপকারভোগীরা।

কর্মশালায় বান্দরবান জেলার পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এতে পানি সংরক্ষণ,ব্যাপক বন উজাড়ের প্রভাব, বনাঞ্চলের পাশে ও জনবসতি এলাকায় ইটভাটার নেতিবাচক ভূমিকা এবং বৃক্ষ নিধন,পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোকপাত করা হয়।সকলের জন্য স্বাস্হ্য সম্মত স্যানিটেশন, নিরাপদ পানি, নদী-খাল, ঝিরির পাশে তামাক চাষ,অবৈধ ভাবে বালু উত্তোলন,পাথর উত্তোলন বিশেষজ্ঞ বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের ধারণা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here