আলীকদমে এক তরুণীর আত্মহত্যা

0
21

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাবুপাড়ায় এক উপজাতি মহিলা আত্মহত্যা করেছেন। নিহতের নাম উমেনুং মার্মানী (৩২)। সোমবার (২৩ জুন, ২০২৫) সকালে তার বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টায় উমেনুং মার্মানী প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েন। তার স্বামী রিহ্লা মার্মা (৪২) বাঁশ কাটার কাজে পাহাড়ে গিয়েছিলেন। সোমবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা উমেনুং মার্মানীকে ঘুম থেকে ডাকার জন্য গিয়ে দেখেন, তিনি ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় থাইমবা (উপজাতি মহিলাদের গলায় ব্যবহৃত এক প্রকার কাপড়) পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তার মরদেহ নিচে নামানো হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত উমেনু মার্মা এবং তার স্বামী দুজনেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার রাতে উমেনুং মার্মানী প্রচুর মদ্যপান করেছিলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন উমেনুং মার্মানী। তার স্বামী রিহ্লা মার্মা তেমন কোনো কাজ করতেন না এবং উপার্জনের একটি বড় অংশ মদ্যপানে ব্যয় করতেন। এই আর্থিক দৈন্যদশা এবং পারিবারিক সমস্যার কারণে উমেনুং মার্মানী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here