সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআবাহাওয়াআলীকদমে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে

আলীকদমে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম দর্শনীয় স্থান আলীকদমে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। শারদীয় দুর্গাপূজা উৎসব ও সাপ্তাহিক ছুটির  অবকাশকে ঘিরে আজকে অসংখ্য ভিড় জমাচ্ছেন শত শত ভ্রমণপিপাসু।

‎বুধবার (১ অক্টোবর) সকালে আলীকদম উপজেলার প্রাণ কেন্দ্রে ঢাকা থেকে আসা অসংখ্য পর্যটকদের আনা ঘোনা দেখা গেছে। তারা বন্ধের ছুটি উপভোগ করতে পাহাড়ি সবুজের সমারোহ, ঝরনার কলকল ধ্বনি আর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে এসেছেন বলে জানান।

‎ঢাকা থেকে আলীকদমে ভ্রমণে আসা পর্যটক ফয়সাল আহমেদ পিয়াস,জুহান আব্দুল্লাহ মোঃ আবুল বাশার, ইকবাল, শাহাওয়াতসহ অসংখ্য পর্যটকদের সাথে কথা বলে জানান যায়,মারাইংতং জেদী পাহাড়,ডিম পাহাড়, দামতুয়া ঝর্ণা,আলীর গুহা ও আশপাশের ঝরনাধারা ঘুরে দেখতে আলীকদমে এসেছেন বলে জানিয়েছেন। তারা আরও বলেন,বর্তমানে খাগড়াছড়ির অবস্থা ভালো না থাকার কারণে তার বান্দরবানের আলীকদম,লামা উপজেলার মারাইংতং পাহাড়ের জুম ঘর, কক্সবাজারে ভ্রমণ করতে স্ব-পরিবারে আসেন। আজ সকালে উপজেলার প্রাণ কেন্দ্র ও বাজারে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে, তেমনি সন্ধ্যা নামলেও কমছে না দর্শনার্থীর ভিড়। পর্যটক সমাগমে মুখর হয়ে উঠেছে স্থানীয় বাজার ও হোটেল- মোটেলগুলো। ফলে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পাহাড়ি জনপদ

‎ভ্রমণকারীরা আরও বলেন, পাহাড়ি সবুজের সমারোহ, ঝরনার কলকল ধ্বনি আর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করছে। অনেকেরই প্রত্যাশা, পর্যটন অবকাঠামো আরও উন্নত হলে আলীকদম পর্যটনের নতুন দিগন্ত হয়ে উঠবে।

‎আলীকদমের স্হানীয় অর্কিড রেস্টুরেন্ট রেসিডেন্সিয়াল মালিক লিটন ও দ্যা দামতুয়া ইন হোটেল ব্যবসায়ীরার ম্যানেজার ওয়াংমং মার্মা  জানিয়েছেন, পর্যটকের ভিড় বাড়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যেই অনেক কটেজ ও রিসোর্টে অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। তারা আরও বলেন,আলীকদম উপজেলায় আগত পর্যটকদের জন্য গুণগত মানের সেবা এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।

‎টুরিষ্ট গাড়ি চালক মোঃ বাপ্পি বলেন,এখানে যে সমস্ত পর্যটকরা ভ্রমণে আসেন তারা সল্প পরিমাণ বাজেট নিয়ে ভ্রমণে আসেন। সে কথা চিন্তা করে তাদের কে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পর্যটক পরিবহন সার্ভিস দিয়ে থাকি আমরা। তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তায় রেখে গাড়ি চালানো হয় এবং পর্যটকদের কে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে দেখার সুযোগ করে দিয়ে থাকি।

‎আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জনের সাথে একজন গাইড নিশ্চিত করে পর্যটন তথ্যসেবা কেন্দ্রে নিবন্ধন করে তারা গাইডের সাথে দূর্গম এলাকার বিভিন্ন ঝর্ণার,পাহাড় পর্বত, কেওক্রাডং,রংরাং পাহাড়, ক্রিসতং পাহাড় ডিম পাহাড় ভ্রমণের উদ্দেশ্য চলে যান। তিনি আরও বলেন,ট্যুর গাইডের মাধ্যমে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

‎আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শারদীয় দুর্গাৎসব ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টহল ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর এলাকায় একইসঙ্গে পর্যটন এলাকাগুলোতে শৃঙ্খলা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। তিনি আরও বলেন,পর্যটকরা আলীকদমে থাকেন না তারা নিবন্ধন করে গাইডের মাধ্যমে পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্য চলে যান বলে জানান।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: