সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
Homeবান্দরবানআলিকদমআলীকদমে অগ্নিকান্ড নিরাপত্তায়  সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া অনুষ্ঠিত

আলীকদমে অগ্নিকান্ড নিরাপত্তায়  সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া অনুষ্ঠিত

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎বান্দরবানের আলীকদম বাজারে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এবং আলীকদম সেনাজোন (৩১ বীর)-এর সহায়তায় বাজারে এ মহড়া আয়োজন করা হয়।

‎আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামে সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।

‎বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন ফাহিম মুনতাসির, জোনাল স্টাফ অফিসার (৩১ বীর), আলীকদম সেনাজোন। ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. নাছির উদ্দীন,আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো.মনসুর আলমসহ বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

‎মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণ, নিরাপদে বাজার এলাকা ত্যাগ,অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আহত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত কর্মীরা আগুন নির্বাপণের আধুনিক পদ্ধতি হাতে- কলমে দেখান। পাশাপাশি দোকান মালিকদের বৈদ্যুতিক সংযোগ নিরাপদ রাখা, দাহ্য পদার্থ সঠিকভাবে সংরক্ষণ এবং জরুরি অবস্থায় দ্রুত ফায়ার সার্ভিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

‎আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ জানান,নিয়মিত এ ধরনের মহড়া অগ্নিকাণ্ডে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ভবিষ্যতে প্রতিটি দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখাসহ অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলার অঙ্গীকার করেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: