
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদম বাজারে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এবং আলীকদম সেনাজোন (৩১ বীর)-এর সহায়তায় বাজারে এ মহড়া আয়োজন করা হয়।
আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামে সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন ফাহিম মুনতাসির, জোনাল স্টাফ অফিসার (৩১ বীর), আলীকদম সেনাজোন। ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দীন,আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো.মনসুর আলমসহ বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণ, নিরাপদে বাজার এলাকা ত্যাগ,অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং আহত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত কর্মীরা আগুন নির্বাপণের আধুনিক পদ্ধতি হাতে- কলমে দেখান। পাশাপাশি দোকান মালিকদের বৈদ্যুতিক সংযোগ নিরাপদ রাখা, দাহ্য পদার্থ সঠিকভাবে সংরক্ষণ এবং জরুরি অবস্থায় দ্রুত ফায়ার সার্ভিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ জানান,নিয়মিত এ ধরনের মহড়া অগ্নিকাণ্ডে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ভবিষ্যতে প্রতিটি দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখাসহ অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলার অঙ্গীকার করেন।
