আবারো চালু হচ্ছে বাঘাইছড়িতে ইউনিসেফ পরিচালিত পাড়াকেন্দ্র

0
46

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

প্রায় ২ বছর বন্ধ থাকার পর বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প -২য় পর্যায়ে ইউনিসেফ পাড়া কেন্দ্রেগুলোর কার্যক্রম পুনরায় শুরু যাচ্ছে।

আজ রবিবার ২২ জুন সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ২৭৫টি পাড়া কেন্দ্রের “পাড়াকর্মী” ও ২৬ জন “মাঠ সংগঠক” অস্থায়ী ভাবে নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ইউনিসেফ (UNICEF) বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষের জন্য পাড়া কেন্দ্র প্রতিষ্ঠা ও বাস্তবায়নে কাজ করছে। এই পাড়া কেন্দ্রগুলি স্থানীয় জনগণের জন্য মৌলিক সামাজিক সেবা প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।

ইউনিসেফ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) এর সাথে যৌথভাবে “পার্বত্য চট্টগ্রামের জন্য সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)” এর আওতায় এই পাড়া কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করেছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান করা হয়।

পাড়া কেন্দ্রগুলির প্রধান কাজগুলি হলো,শিশুদের জন্য প্রারম্ভিক শিক্ষা ও বিকাশমূলক কার্যক্রম পরিচালনা করা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা করা, শিশুদের সহিংসতা ও শোষণ থেকে রক্ষা করা, দারিদ্র্য নিরসন ও জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করা, নারীদের জন্য আয়বর্ধক কার্যক্রম পরিচালনা করা।

পাড়া কেন্দ্রগুলিতে একজন পাড়াকর্মী এবং একজন সিনিয়র পাড়াকর্মী থাকেন, যারা স্থানীয় জনগণের সাথে সরাসরি কাজ করেন। এছাড়া, উপজেলা ও জেলা পর্যায়েও ইউনিসেফ কর্মীরা এই কার্যক্রমের সাথে যুক্ত আছেন।

ইউনিসেফ উপজেলা প্রকল্প ব্যবস্থাপক কর্মকর্তা সুচিত্র চাকমা বলেন, প্রায় দুই বছর প্রকল্প বন্ধ থাকার পর বাঘাইছড়ি উপজেলাতে পুনরায় ইউনিসেফ এর পাড়াকেন্দ্রগুলো কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা এই মাস থেকে পাড়া কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছি। ইউনিসেফ-এর পাড়া কেন্দ্রগুলো পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here