মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedআনন্দ-উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে বাঙালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুল ক্লাস পার্টি

আনন্দ-উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে বাঙালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুল ক্লাস পার্টি

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বাঙ্গালহালিয়া পাবলিক স্কুলের প্রাঙ্গণে ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণিল ক্লাস পার্টি কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এরপর আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়।

বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের, গেস্ট অফ অনার মোঃ তাজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল করিম, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুল চন্দ্রঘোনার প্রিন্সিপাল ও পরিচালক মোঃ সোলায়মান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলি খান, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ শামসুল আলম,  চট্টগ্রামের ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যাপক বেবি বড়ুয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ পাহাড়িকা পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের পড়ালেখার বিষয়ে অত্যন্ত সচেতন হওয়ার জন্য উৎসাহিত করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। পড়ালেখা ছাড়া কোন জাতিই উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। এজন্য সকল শ্রেনীর অভিভাবকদের সন্তানদের পড়ালেখার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। যাতে করে শিক্ষার্থীরা উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পড়ালেখায় মনোনিবেশ করে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: